৫ উপসচিবের বদলি
পাঁচ জন উপসচিবের দপ্তর বদল করেছে সরকার। মঙ্গলবার (১৯ জানুয়ারি) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব ড. মো. জাহিদ হোসেন পনিরকে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নাসরিন মুক্তিকে জননিরাপত্তা বিভাগে, পানি সম্পদ মন্ত্রণালয়ের মো. আলমগীর হোসেনকে জননিরাপত্তা বিভাগে এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মো. জসিম উদ্দিনকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে।
অন্যদিকে, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (উপসচিব) যুগ্ম পরিচালক মো. আব্দুর রশীদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি হওয়া আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এসএইচআর/এইচকে