ভারতীয় নাগরিককে ঘুষ দুর্নীতির মাধ্যমে পাসপোর্ট দেওয়া এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক তারিক সালমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত দুদক উপপরিচালক আবুবকর সিদ্দিক জিজ্ঞাসাবাদ করেন তারিককে। তবে জিমগ্রাফিক হালিমা খাতুন শম্পাকে তলব করা হলেও হাজির হননি তিনি।

একই অভিযোগে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের বেশ কয়েকজন পরিচালকসহ এক ডজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

এর আগে ২০২০ সালের ১২ মার্চ ভারতীয় নাগরিককে পাসপোর্ট প্রদানের অভিযোগে রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসের সাবেক সহকারী পরিচালক (পাসপোর্ট অফিসে কর্মরত) আবজাউল আলম, ভারতীয় নাগরিক হাফিজ আহমেদ, রাজশাহী পাসপোর্ট অফিসের কর্মচারী রঞ্জু লাল সরকার, হুমায়ুন কবির, দেলোয়ার হোসেন, আলমাস উদ্দিন, ইব্রাহিম হোসেন ও আবদুল ওয়াদুদের বিরুদ্ধে মামলা করে দুদক।

ওই মামলার এজাহার সূত্রে জানা যায়, ভারতীয় নাগরিক হাফিজ আহমেদ ভুয়া জন্মসনদ ব্যবহার করে রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসে পাসপোর্টের আবেদন করেন। এরপর পুলিশ ভেরিফেকশনে ভারতীয় নাগরিক হিসেবে রিপোর্ট দেওয়ার পরও পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের একটি চক্র তাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান করেন।

আরএম/এইচকে