বেশি বেশি বৃক্ষরোপণের জন্য জনসচেতনতা বৃদ্ধিতে সরকার, সামাজিক সংগঠন ও জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছে পরিবেশবাদী সামাজিক সংগঠন ‘সবুজ আন্দোলন’।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ব ওজন দিবস উপলক্ষে এক বিবৃতিতে এ আহ্বান জানান পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার।

বাপ্পি সরদার বলেন, সমগ্র পৃথিবী জুড়ে পরিবেশের বিপর্যয় নিয়ে বিভিন্ন জনসভা, সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হলেও উন্নত এবং দায়ী রাষ্ট্রগুলো প্রতিনিয়ত অবিবেচকের মতো ঘটনার পুনরাবৃত্তি করেই চলছে। জলবায়ু পরিবর্তনে দায়ী রাষ্ট্রগুলোর কাছে ক্ষতিগ্রস্তদের জন্য আন্তর্জাতিক জলবায়ু তহবিল দেওয়ার দাবি জানাচ্ছি। ১৯৮৭ সালে ১৬ সেপ্টেম্বর বায়ুমণ্ডলের ওজন স্তর সুরক্ষার জন্য মন্ট্রিয়ল প্রটোকল মেনে চলার জন্য পৃথিবীর সকল রাষ্ট্র একমত হলেও উন্নত রাষ্ট্রগুলো তা বাস্তবায়ন করছে না। ওজনের স্তর ধ্বংসের জন্য উন্নত রাষ্ট্রগুলো দায়ী। ১৯৯০ সালে বাংলাদেশ এই চুক্তিতে আবদ্ধ হয়। এবারের প্রতিপাদ্য “মন্ট্রিয়ল প্রটোকল মেনে ওজোন স্তর রক্ষা করি, নিরাপদ খাদ্য ও প্রতিষেধকের শীতল বিশ্ব গড়ি”। ওজন স্তর ধ্বংসের জন্য কারণ দুটির একটি প্রাকৃতিক, অন্যটি মানবসৃষ্ট। 

ওজন স্তর সুরক্ষার জন্য সবুজ আন্দোলনের পক্ষ থেকে এ সময় বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়। প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে, মিথেন গ্যাসের ব্যবহার বন্ধ করতে হবে এবং কৃষিপণ্য উৎপাদনে জৈব সারের ব্যবহার বৃদ্ধি করতে হবে। সিএফসি গ্যাসের ব্যবহার বন্ধ করতে হবে। মন্ট্রিয়ল চুক্তি বাস্তবায়নের জন্য উন্নত রাষ্ট্রগুলোসহ সবাইকে কার্বন নিঃসরণ বন্ধ করতে হবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত রাষ্ট্রকে অর্থ সহায়তা প্রদান করতে হবে। বেশি বেশি বৃক্ষরোপণ বিশেষ করে তালগাছ লাগাতে হবে এবং জনসচেতনতা বৃদ্ধিতে সরকার, সামাজিক সংগঠন ও জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এএসএস/এইচকে