চট্টগ্রামে কাভার্ডভ্যানের চাপায় ২ জন নিহত
চট্টগ্রামে কাভার্ডভ্যানের চাপায় দুই জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন রিকশাচালক ও অন্যজন পথচারী বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নগরীর পাহাড়তলী থানার সাগরিকা মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত রিকশাচালকের নাম আনোয়ার হোসেন। তবে পথচারীর পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।
বিজ্ঞাপন
মোস্তাফিজুর রহমান বলেন, সাগরিকা মোড় এলাকায় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাচালক ও একজন পথচারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
বিজ্ঞাপন
কেএম/এমএইচএস