ফাইল ছবি : সুমন শেখ

আজ রাতসহ আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে দেশের প্রায় ৫ বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশিদ এসব তথ্য জানান। তিনি বলেন, আজ রাতে দেশের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার আকাশ মেঘলা থাকবে, মাঝেমধ্যে নামতে পারে বৃষ্টি।

আবহাওয়া অফিস জানায়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় সীতাকুণ্ডে ৪২ মি.মি.। 

আজ সন্ধ্যায় ঢাকায় বাতাসের গতি ছিল দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে (০৬-১২) কি.মি.। সন্ধ্যা ছয়টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। 

আগামীকাল শনিবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ৫৯ মিনিটে। সূর্যোদয় হবে ভোর ০৫টা ৪৬ মিনিটে। আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় (২ দিন) বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উত্তর মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, সুষ্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

একে/এইচকে