যারা ই-কমার্সের নামে মানুষকে প্রতারিত করবে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী খুঁজে বের করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

রোববার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমি এই মেসেজটা দিতে চাই, যারা প্রতারিত করবেন, তাদের আইনশৃঙ্খলা বাহিনী খুঁজে বের করবে, তাদের শাস্তির ব্যবস্থা আমরা করে দেব। কেউ যদি প্রতারণার উদ্দেশ্যে করে থাকেন, আমাদের কাছে খবর আসছে, এগুলো অনুযায়ী তদন্ত কমিটি কাজ করছে।

এসময় গ্রাহকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, 'প্রতারিত হওয়ার সম্ভাবনা কি রকম আছে, সেটা যেন যাচাই করে ইনভেস্ট করে।'
 
ই-কমার্স নিয়ে কোনো দুর্বলতা রয়েছে কি না? তা না হলে কেন তারা বারবার ছাড় পেয়ে যাচ্ছে- এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, 'তদারকি সংস্থার কোনোরকম গাফিলতি এখানে নেই।'

ই-কমার্সের অনুমোদন যারা দিচ্ছে, তাদের দুর্বলতা আছে কি না-জানতে চাইলে তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়কে এটা জিজ্ঞেস করতে পারেন। আমার কথা হলো যদি কেউ প্রতারণা করেন, আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। যারা প্রতারিত হচ্ছেন, প্রতারণার শিকার হওয়ার আগেই বারবার চিন্তা করে ইনভেস্ট করবেন, এটা হলো আমাদের রিকুয়েস্ট।

এসএইচআর/জেডএস