খিলক্ষেতে কংক্রিট মিক্সার মেশিনের আঘাতে শ্রমিকের মৃত্যু
রাজধানীর খিলক্ষেতের তিনশ ফিট এলাকায় কংক্রিট মিক্সার মেশিনের আঘাতে মো. লাভলু (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় এই দুর্ঘটনা ঘটে। আরএমসি প্লান্ট কোম্পানির লিগ্যাল অফিসার আনিচুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমাদের কোম্পানি নির্মাণাধীন ভবনে ঢালাইয়ের জন্য বিভিন্ন জায়গায় কংক্রিট মিক্সার সরবরাহ করে। মিক্সার মেশিনে কাঁচামাল ঢালার সময় লাবলু অসাবধানতাবশত মাথায় বাড়ি খায়। আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, লাভলুর বাড়ি ফরিদপুরের ভাঙ্গা থানায়। তিনি ওই গ্রামের ইউসুফ মৃধার ছেলে।
বিজ্ঞাপন
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলক্ষেত থানাকে জানানো হয়েছে।
এসএএ/এমএইচএস