ঐতিহ্যকে সমুন্নত রাখা ছাত্রলীগ কর্মীদের দায়িত্ব
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। সেই ঐতিহ্যকে সমুন্নত রাখা ছাত্রলীগের প্রত্যেক কর্মীর দায়িত্ব। এ জন্য জাতির পিতার নীতি ও আদর্শ ধারণ করে ছাত্রলীগের কর্মীদের দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর জেলা শাখা আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি সংকটকালীন মুহূর্তে ছাত্রলীগের সদস্যরা আন্তরিকতার সঙ্গে কাজ করে গেছেন। সম্প্রতি করোনাকালীন দুস্থ ও অসহায় মানুষের সেবায় ছাত্রলীগের কর্মীরা অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছেন। ভবিষ্যতেও তাদের এ ধরনের মহৎ কাজে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। সেই লক্ষ্য অর্জনে তরুণদের ভূমিকা অপরিসীম। কারণ ভবিষ্যতে তারাই এ দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নেবে। এ জন্য নিজেদের সক্ষম ও সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে।
বিজ্ঞাপন
কর্মী সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগের মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুস সালাম বাঁধন।
এসএইচআর/এসকেডি