ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫০
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বুধবার (২২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানে ৫০ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৬৭৯ পিস ইয়াবা, ১৫৮ গ্রাম ৫৫ পুরিয়া হেরোইন, ৪ কেজি ৩১০ গ্রাম গাঁজা ও ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করে জব্দ করা হয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
এমএসি/এইচকে