সারাদেশে কার্যকরভাবে ফাইজার টিকা পরিচালনা প্রশিক্ষণে কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স প্রকল্পে সরকারকে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি। 

বুধবার (২২ সেপ্টেম্বর) ইউএসএআইডি ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি জানায়, ইউএসএআইডির 'মামনি' মাতৃ ও নবজাতক উন্নয়ন প্রকল্প: ইমার্জেন্সি রেসপন্স টু কোভিড-১৯ মহামারির মাধ্যমে ১১টি জেলা এবং ১০টি সিটি করপোরেশনে বিভিন্ন প্রশিক্ষণ সম্পন্ন করেছে। দেশের বিভিন্ন জাতীয় পর্যায়ের মাস্টার ট্রেইনার এবং স্বাস্থ্যসেবা প্রদানকারী, টিকা প্রদানকারী, নন-ক্লিনিকাল এবং প্রশাসনিক কর্মীদের জন্য আয়োজন করা হয় প্রশিক্ষণগুলো। এসব প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানকারীরা জানতে পারেন কীভাবে আলট্রা-কোল্ড চেইনের মাধ্যমে ফাইজার টিকা সঠিকভাবে সংরক্ষণ, পরিবহন এবং প্রশাসন করা যায় এবং প্রশিক্ষণ লাভ করেন টিকার স্টক পর্যবেক্ষণ, ডেটা এন্ট্রি ও রিপোর্টিং দক্ষতা এবং টিকাদানের পর প্রতিকূল ঘটনা পর্যবেক্ষণের উপর।

ইউএসএআইডি'র সহযোগিতায় এই প্রশিক্ষণগুলো বাংলাদেশের ১১টি জেলায়- ভোলা, ঝালকাঠি, চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালী, নরসিংদী, টাঙ্গাইল, যশোর, সাতক্ষীরা, সুনামগঞ্জ ও হবিগঞ্জ; ও ১০টি সিটি করপোরেশনে-ডিএনসিসি ও ডিএসসিসি, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, গাজীপুর, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট, ফাইজার টিকা কার্যকরভাবে পরিচালনা করতে সাহায্য করবে।

সংস্থাটি আরও জানায়, ইউএসএআইডি স্বাস্থ্যসেবা অধিদফতরের অধীনে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সঙ্গে অংশীদারিত্ব করেছে প্রধান জাতীয় টিকাদান নির্দেশিকা, প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরিতে এবং কোভিড -১৯ টিকা প্রদান কর্মসূচিকে শক্তিশালী করার জন্য ৬ হাজারের বেশি স্বাস্থ্যসেবা প্রদানকারীকে প্রশিক্ষণ দিয়েছে।

উল্লেখ্য, কোভিড-১৯ মহামারি মোকাবিলায় ইউএসএআইডি সেভ দ্য চিলড্রেনের মাধ্যমে তাদের ‘ইমার্জেন্সি রেসপন্স টু কোভিড-১৯’ প্রকল্প পরিচালিত করছে।

এনআই/জেডএস