ফাইজারের টিকা পরিচালনা প্রশিক্ষণে সহায়তা করছে ইউএসএআইডি
সারাদেশে কার্যকরভাবে ফাইজার টিকা পরিচালনা প্রশিক্ষণে কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স প্রকল্পে সরকারকে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি।
বুধবার (২২ সেপ্টেম্বর) ইউএসএআইডি ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সংস্থাটি জানায়, ইউএসএআইডির 'মামনি' মাতৃ ও নবজাতক উন্নয়ন প্রকল্প: ইমার্জেন্সি রেসপন্স টু কোভিড-১৯ মহামারির মাধ্যমে ১১টি জেলা এবং ১০টি সিটি করপোরেশনে বিভিন্ন প্রশিক্ষণ সম্পন্ন করেছে। দেশের বিভিন্ন জাতীয় পর্যায়ের মাস্টার ট্রেইনার এবং স্বাস্থ্যসেবা প্রদানকারী, টিকা প্রদানকারী, নন-ক্লিনিকাল এবং প্রশাসনিক কর্মীদের জন্য আয়োজন করা হয় প্রশিক্ষণগুলো। এসব প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানকারীরা জানতে পারেন কীভাবে আলট্রা-কোল্ড চেইনের মাধ্যমে ফাইজার টিকা সঠিকভাবে সংরক্ষণ, পরিবহন এবং প্রশাসন করা যায় এবং প্রশিক্ষণ লাভ করেন টিকার স্টক পর্যবেক্ষণ, ডেটা এন্ট্রি ও রিপোর্টিং দক্ষতা এবং টিকাদানের পর প্রতিকূল ঘটনা পর্যবেক্ষণের উপর।
ইউএসএআইডি'র সহযোগিতায় এই প্রশিক্ষণগুলো বাংলাদেশের ১১টি জেলায়- ভোলা, ঝালকাঠি, চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালী, নরসিংদী, টাঙ্গাইল, যশোর, সাতক্ষীরা, সুনামগঞ্জ ও হবিগঞ্জ; ও ১০টি সিটি করপোরেশনে-ডিএনসিসি ও ডিএসসিসি, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, গাজীপুর, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট, ফাইজার টিকা কার্যকরভাবে পরিচালনা করতে সাহায্য করবে।
বিজ্ঞাপন
সংস্থাটি আরও জানায়, ইউএসএআইডি স্বাস্থ্যসেবা অধিদফতরের অধীনে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সঙ্গে অংশীদারিত্ব করেছে প্রধান জাতীয় টিকাদান নির্দেশিকা, প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরিতে এবং কোভিড -১৯ টিকা প্রদান কর্মসূচিকে শক্তিশালী করার জন্য ৬ হাজারের বেশি স্বাস্থ্যসেবা প্রদানকারীকে প্রশিক্ষণ দিয়েছে।
উল্লেখ্য, কোভিড-১৯ মহামারি মোকাবিলায় ইউএসএআইডি সেভ দ্য চিলড্রেনের মাধ্যমে তাদের ‘ইমার্জেন্সি রেসপন্স টু কোভিড-১৯’ প্রকল্প পরিচালিত করছে।
এনআই/জেডএস