কাউন্সিলরদের প্রতি সবুজায়ন বাড়ানোর আহ্বান
ঢাকা শহরের সবুজায়ন বাড়াতে সিটি করপোরেশনের সব ওয়ার্ড কাউন্সিলদের প্রতি আহ্বান জানিয়েছেন সবুজ আন্দোলন নামক একটি সংগঠন।
রোববার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মালিবাগে ঢাকা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সবুজ আন্দোলনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপন
কর্মসূচিতে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদ চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন ঢাকা শহরের সবুজায়ন বৃদ্ধিতে কাজ করছে। ইতোমধ্যে সংগঠনের পক্ষ থেকে 'ট্রি প্লান্টেশন ফর ফ্রাইডে' প্রোগ্রাম বাস্তবায়ন করা হচ্ছে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি করা হলো। আমরা ঢাকা সিটি করপোরেশনের সব ওয়ার্ড কাউন্সিলরের কাছে আহ্বান জানিয়ে বলতে চাই, সুবজায়ন ও নাগরিক সুবিধা নিশ্চিতে আপনারা যথাযথভাবে আপনাদের দায়িত্ব পালন করুন। আমরা আপনাদের পাশে আছি। পরিচ্ছন্নতা ও সবুজায়ন নিশ্চিতে ঢাকা শহরের সব ব্যবসায়ীকে এগিয়ে আসতে হবে। আগামীতে পর্যায়ক্রমে ঢাকা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা বাস্তবায়ন করব।
ঢাকা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান এস এম আবু হানিফ বলেন, সবুজ আন্দোলনকে ধন্যবাদ জানাই আমাদের কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করার জন্য। শহরের সব নাগরিকের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই, ছাদ কৃষি ও শহরের পতিত জায়গায় বৃক্ষরোপণ করুন। সবার প্রচেষ্টার মাধ্যমে গড়ে উঠবে আমাদের প্রাণের নিরাপদ, আধুনিক ও সবুজ ঢাকা শহর।
বিজ্ঞাপন
কর্মসূচিত আরও উপস্থিত ছিলেন ঢাকা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ শাহাব উদ্দিন মজুমদার, কণ্ঠশিল্পী মো. আলাউদ্দিন হাওলাদার, প্রভাষক মহতাসিন বিল্লাহ, প্রভাষক সায়েদুল আরেফিন, প্রভাষক ফাতেমা আক্তার, সঙ্গীত পরিচালক মিলন খান প্রমুখ।
এএসএস/জেডএস