বৃহস্পতিবারের মধ্যে না পাঠালে এসিআর বাতিল
সরকারি কর্মচারীদের ২০২০ সালের বার্ষিক গোপনীয় অনুবেদন অর্থাৎ অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট (এসিআর) ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দফতরে পৌঁছানোর সময়সীমা আগামীকাল বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত বাড়িয়েছে সরকার।
বৃহস্পতিবারের মধ্যে ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দফতরে না পৌঁছালে এসিআর বাতিল হয়ে যাবে। বুধবার (২৯ সেপ্টেম্বর) সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
এর আগে এসিআর ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দফতরে পৌঁছানোর সময়সীমা ছিল ৩০ জুন। করোনাভাইরাস মহামারি দীর্ঘায়িত হওয়ায় এ সময়সীমা বাড়ানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, করোনা মহামারির কারণে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২৩ মে গোপনীয় অনুবেদন দাখিল, অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষরকরণের প্রক্রিয়া সম্পন্ন করে ডোসিয়ার সংরক্ষণকারীর দফতরে পৌঁছানোর সময় গত ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। করোনা মহামারি দীর্ঘায়িত হওয়ায় বিরাজমান বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্মচারীদের দাখিল, অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষরকৃত গোপনীয় অনুবেদন ডোসিয়ার সংরক্ষণকারীর দফতরে বিলম্বে পৌঁছেছে/পৌঁছাচ্ছে।
বিজ্ঞাপন
“এমতাবস্থায় গত ৩০ জুন পর্যন্ত দাখিল, অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষরিত গোপনীয় অনুবেদন ডোসিয়ার সংরক্ষণকারীর দফতরে অবিলম্বে পৌঁছানোর বিষয় প্রমার্জন করে আগামী ৩০ সেপ্টেম্বর প্রাপ্ত গোপনীয় অনুবেদন সঠিক হিসেবে গণ্য হবে। ৩০ সেপ্টেম্বরের পর ডোসিয়ার সংরক্ষণকারীর দফতরে প্রাপ্ত গোপনীয় অনুবেদন ‘গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২০’ এর ৩.৪.৫ নং অনুচ্ছেদ অনুযায়ী নিষ্পত্তি করতে হবে।”
বিষয়টি কেবল ২০২০ সালের সংশ্লিষ্ট সবার এসিআরের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এসএইচআর/এমএআর