রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর দাবি
রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম জাতীয় কমিটি আয়োজিত মানববন্ধন
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম জাতীয় কমিটি। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর খুনের ঘটনায় দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা জড়িত, যারা অস্থিরতা তৈরির মাধ্যমে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়।
বিজ্ঞাপন
তিনি বলেন, মুহিবুল্লাহ রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠা ও মর্যাদার সঙ্গে দেশে ফিরে যাওয়ার পক্ষে জনমত তৈরি করেছিলেন। এ হত্যার ঘটনা প্রমাণ করে রোহিঙ্গা শরণার্থী শিবিরের নিরাপত্তা কতটা ভঙ্গুর। এ হত্যা রহস্য উন্মোচনের পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী শিবিরের নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয় সব উদ্যোগ নিতে হবে।
তিনি আরো বলেন, নিরাপদ প্রত্যাবর্তনই রোহিঙ্গা সংকটের একমাত্র স্থায়ী সমাধান। এত বিশাল একটি জনগোষ্ঠীর ভরণ-পোষণের ভার বাংলাদেশের মতো একটি জনবহুল ও উন্নয়নশীল দেশ অনির্দিষ্টকালের জন্য বহন করবে, তা প্রত্যাশা করা যায় না। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য সরকারকে দেশের ভেতর জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে এবং আন্তর্জাতিকভাবে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে হবে।
বিজ্ঞাপন
মানববন্ধন থেকে দাবি জানিয়ে বলা হয়, রাষ্ট্রের নিরাপত্তার হুমকি রোহিঙ্গা সন্ত্রাসীদের অপতৎপরতা বন্ধ করতে হবে; এনজিওগুলোর স্বেচ্ছাচারিতা ও প্রত্যাবাসনবিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে; সীমান্তবর্তী এলাকায় রোহিঙ্গাদের যাতায়াত বন্ধ করতে হবে; ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে; নিরাপত্তা বাহিনী কর্তৃক রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা আরও কঠোর করতে হবে; রোহিঙ্গাদের হাতে থাকা লাখ লাখ অবৈধ মোবাইল ও সিম বন্ধ করতে হবে।
এছাড়া, ক্যাম্পের বাইরে অবাধে যত্রতত্র রোহিঙ্গাদের বিচরণ বন্ধ করতে হবে; ভোটার তালিকা হতে রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে; রোহিঙ্গা ক্যাম্প বাংলাদেশ সরকারের কর্মকর্তা-কর্মচারী কর্তৃক পরিচালনা করতে হবে; এনজিও কর্তৃক রোহিঙ্গাদের অবৈধ সহায়তা প্রদান বন্ধ করতে হবে; রোহিঙ্গাদের এনজিওর চাকরিতে নিয়োগ দেওয়া যাবে না; অবিলম্বে রোহিঙ্গাদের এনজিও চাকরি থেকে বাদ দিতে হবে; স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার দিতে হবে এবং দ্রুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগ্রাম কমিটির সভাপতি মুহম্মদ আতাউল্লাহ খান, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয় লীগের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, গর্জোর সভাপ্রধান সৈয়দ মঈনুজ্জামান লিটু, সবুজ আন্দোলনের সভাপতি বাপ্পি সরদার প্রমুখ।
এমএইচএন/আরএইচ