আসন্ন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনের (রিহ্যাব) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবি জানিয়েছে রিয়েল এস্টেট ফোরাম।

বুধবার (৬ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, গত ২১ আগস্ট নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। সে মোতাবেক নির্বাচন বোর্ড কর্তৃক গত ২০ সেপ্টেম্বর প্রাথমিক ভোটার তালিকা এবং ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আমরা উক্ত নির্বাচনের তালিকাভুক্ত ভোটার, একইসঙ্গে রিহ্যাব পরিচালনা পর্ষদ নির্বাচনে পরিচালক পদে মনোনয়ন প্ৰার্থী। আমরা চাই নির্বাচনে সকলের অংশগ্রহণ। যাতে সকলে মিলে পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পারি। আমরা চাই সকলের উপস্থিতিতে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক। বিজয়ীরা সবাই মিলে সদস্যদের কল্যাণে কাজ করবে।

এ সময় জানানো হয়, নির্বাচনী তফসিল মোতাবেক ২ থেকে ৭ অক্টোবর পরিচালক পদে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় নির্ধারিত আছে। মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সে জন্য সবার সহযোগিতা চাওয়া হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সায়মা প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, ল্যান্ডমার্কের ব্যবস্থাপনা পরিচালক সলিমুল্লাহ, ওশি প্রোপার্টিজের আয়ুব আলী, বেসিক রিয়েল এস্টেটের আনসার আলী ও জাপান গার্ডেন সিটির ওয়াহিদুজ্জামন।

এমএইচএন/এসকেডি