ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুর ইকবাল রোডে উদয়াচল পার্কের উদ্বোধনের পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও বাংলাদেশের ভারতীয় দূতাবাস মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২২ জানুয়ারি) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বিষয়টি জানিয়েছেন।

শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় পার্কের উদ্বোধন শেষে সেখানেই ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

এ এস এম মামুন বলেন, পার্কের উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রীতি ক্রিকেট ম্যাচে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, স্থানীয় সংসদ সদস্য সাদেক খান।

এএসএস/এমএইচএস