শ্রমজীবী মানুষের শোভন কর্মপরিবেশ নিশ্চিতের দাবি
জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ
স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে শ্রমজীবী মানুষের শোভন কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন গার্মেন্টস শ্রমিকেরা।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে এ দাবি জানান তারা। বিশ্ব শোভন কর্মদিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করে গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন।
বিজ্ঞাপন
সমাবেশে বক্তারা বলেন, শোভনকাজ নিশ্চিতকরণে উৎপাদনমুখী কর্ম, যৌথ সামাজিক আলোচনায় উৎসাহিত করা, সবার জন্য সামাজিক সুরক্ষা এবং কর্মক্ষেত্রে মানসম্মত ও মৌলিক অধিকার প্রয়োজন। আন্তর্জাতিক সংস্থা আইএলওর মতে শোভনকাজ হলো, যে কাজে স্বাধীনতা, সমতা, নিরাপত্তা ও মানবিক মর্যাদার শর্তগুলো নিশ্চিত করার বিধান আছে।
তারা বলেন, বাংলাদেশ ২০৩০ সালের একটি বৈশ্বিক টেকসই সফল রাষ্ট্র হতে হলে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন, শোভনকাজ নিশ্চিত করায় রাষ্ট্রের বাধ্যবাধকতা রয়েছে। তাই আমরা চাই, ২০২১ সালে স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে শ্রমজীবী মানুষের শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
বিজ্ঞাপন
শোভন কর্মপরিবেশ নিশ্চিতে সংগঠনটির থেকে ১১টি দাবি তুলে ধরা হয়। এগুলো মধ্যে অন্যতম, পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ, শোভন কর্মঘণ্টা, শোভন মজুরি, শিশুশ্রম নিরসন, কর্ম, পরিবার এবং ব্যক্তিগত জীবনের সমন্বয়, কাজের স্থায়িত্ব এবং নিরাপত্তা, কর্মসংস্থানে সবার প্রতি সমান সুযোগ এবং আচরণ, নিরাপদ কর্মপরিবেশ।
গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, যুগ্ম সম্পাদক খাদিজা রহমান, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ উদ্দীন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রুজিনা আক্তার সুমিসহ অনেকে।
একে/এইচকে