অনুমোদনহীন ও নিষিদ্ধ ভার্চুয়াল-কারেন্সি, পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইন বেটিং (জুয়া), অবৈধ পণ্য কেনাবেচা ও প্রতারণার অভিযোগে বেলাল উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানী ঢাকার খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী নন্দীপাড়া তিতাস রোড এলাকায় অভিযান পরিচালনা করে বেলালকে আটক করে র‌্যাব-১০ এর একটি দল।

এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজ ব্যবহৃত বিভিন্ন দেশের জাল আইডি কার্ড, জাল ড্রাইভিং লাইসেন্স, জাল আইডি কার্ডের পেপারশিট, কম্পিউটার, প্রিন্টার, ট্যাব, ল্যাপটপ, মডেমসহ অন্যান্য যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

বুধবার সন্ধ্যায় র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, গ্রেফতার বেলাল উদ্দিন রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী নন্দীপাড়া তিতাস রোড এলাকায় একটি বাসায় বেশ কিছুদিন ধরে কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে জাল আইডি কার্ড, জাল ড্রাইভিং লাইসেন্স ও জাল পাসপোর্ট ব্যবহার করে সরকার ও বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদনহীন ও অবৈধ ভার্চুয়াল কারেন্সি, ক্রিপ্টোকারেন্সি, স্ক্রিল, বিনান্সি, কয়েনবেস, জি-ইট্রাজ্যানকশনসহ অন্যান্য পেমেন্ট গেটওয়েতে ফেক আইডি তৈরি করতেন। এসব আইডি ব্যবহার করে বিভিন্ন অনলাইন বেটিং ও অবৈধ পণ্য কেনা-বেচা করে আসছিলেন তিনি। তার বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি প্লাটফর্মে থাকা অসংখ্য অ্যাকাউন্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল বিভিন্ন ভার্চুয়াল কারেন্সি ও পেমেন্ট গেটওয়ের অপব্যবহার করে সাধারাণ মানুষের সঙ্গে প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেইউ/আরএইচ