অভিনব কায়দা ইয়াবা পাচারের সময় আটক ২
রাজধানীর যাত্রাবাড়ীতে পোল্ট্রি ফিড ব্যাগে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় পাঁচ হাজার ৭০২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিন (র্যাব)। তারা হলেন- মো. দেলোয়ার হোসেন (৩৬) ও সমীর হোসেন (২০)।
বুধবার (১৩ অক্টোবর) ভোরে র্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ীর দনিয়ায় অভিযান চালিয়ে পোল্ট্রি ফিড ব্যাগে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে তাদের গ্রেফতার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।
বিজ্ঞাপন
বুধবার সন্ধ্যায় র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার দুজনই পেশাদার মাদক কারবারি। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে পোল্ট্রি ফিড ব্যাগে অভিনব কায়দায় ইয়াবা ঢুকিয়ে তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
জেইউ/ওএফ
বিজ্ঞাপন