পাঠ্যক্রমে ফায়ার সেফটি অন্তর্ভুক্তির দাবি
কারিকুলাম বা পাঠ্যক্রমে ফায়ার সেফটি অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন অংশীজনেরা। পাশাপাশি প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণ, স্বয়ংক্রিয় রেসপন্স সিস্টেমের প্রচলনসহ ফায়ার সার্ভিসের সেবা সম্প্রসারণে ৯৯৯-এর মতো থ্রি ডিজিটের সংক্ষিপ্ত নম্বর চালুরও দাবি জানিয়েছেন তারা।
বুধবার (১৩ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সম্মেলন কক্ষে অংশীজনদের নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব দাবি ওঠে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এসব তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, ফায়ার সার্ভিস যেসব সেবা দিয়ে থাকে, সেগুলোর বিষয়ে অংশীজনের অভিযোগ, পরামর্শ, মন্তব্য; সর্বোপরি ফায়ার সার্ভিসের সেবা কাজে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এ অংশীজন সভার আয়োজন করা হয়। সভায় প্রায় ১৪টি ক্যাটাগরির বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অগ্নি অনুবিভাগের প্রধান যুগ্ম সচিব মল্লিক সাঈদ মাহবুব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন, সুরক্ষা সেবা বিভাগের অগ্নি শাখা-১-এর উপ-সচিব জাহিদুল ইসলাম, অধিদফতরের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
অংশীজন সভায় বিজিএমইএ, বিকেএমইএ, ফায়ার সেফটি কনসাল্টিং ফার্ম, ফায়ার সেফটি ম্যানেজার কোর্স, ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্স কোর্স, ডেভলপার কোম্পানি, এনজিও, গণমাধ্যম, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি., ফায়ার সেফটি কনসাল্টিং ফার্ম, ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ, মালামাল সরবরাহকারী ঠিকাদার, রেডক্রিসেন্ট-এর ভলান্টিয়ার এবং কমিউনিটি ভলান্টিয়ার-এর সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় অংশীজনের পক্ষ থেকে একাধিক প্রতিনিধি তাদের মন্তব্য, পরামর্শ ও মতামত তুলে ধরেন এবং ফায়ার সার্ভিসের কার্যক্রমের প্রশংসা করেন। কারিকুলাম বা পাঠ্যক্রমে ফায়ার সেফটি অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণ, স্বয়ংক্রিয় রেসপন্স সিস্টেমের প্রচলনসহ ফায়ার সার্ভিসের সেবা সম্প্রসারণে ৯৯৯-এর মতো থ্রি ডিজিটের সংক্ষিপ্ত নম্বর চালুরও দাবি উঠে এসেছে তাদের কাছ থেকে।
সকল অংশীজনের মন্তব্যের বিষয়ে সরাসরি জবাব দেন এবং ফায়ার সার্ভিসের অবস্থান তুলে ধরেন পরিচালক (প্রশাসন ও অর্থ) এবং পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন)।
জেইউ/আরএইচ