চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহজাহানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বুধবার (১৩ অক্টোবর) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে এক ক্ষুদে বার্তায় জানিয়েছে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন।
বিজ্ঞাপন
হাইকমিশন জানায়, হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহজাহানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে উভয়পক্ষ দুই দেশের বন্দর কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এনআই/এইচকে
বিজ্ঞাপন