রাজনৈতিক দলের নিবন্ধন শর্ত শিথিল করার দাবি
বাংলাদেশে রাজনৈতিক দলের নিবন্ধন শিথিল করাসহ ৩ দফা দাবি জানিয়েছে সম্মিলিত জাতীয় জোট।
শনিবার (১৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত ‘রাজনৈতিক দল নিবন্ধন সংস্কার আন্দোলন ২০২১’ শীর্ষক এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
তাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে—
• ভারতের আদলে বাংলাদেশে শুধুমাত্র রাজনৈতিক দলের প্রধান কার্যালয়, একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ও গঠনতন্ত্র থাকলেই নিবন্ধন দিতে হবে।
• নিবন্ধিকরণের জন্য তিন মাস নয়, কমপক্ষে ১৮ মাস আগে সার্কুলার দিতে হবে এবং নির্বাচনের ১ বছর পূর্বে নতুন নিবন্ধিকরণ শেষ করতে হবে।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তারা বলেন, আপনারা জানেন যে ১/১১ এর সেনাসমর্থিত অনির্বাচিত ফখরুদ্দিন-মঈনউদ্দিন সরকার রাজনীতি করার লক্ষ্যে রাজনৈতিক দলের নিবন্ধনের নামে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ আইনে ৯০বি ধারা যুক্ত করে এক কালাকানুন জাতি করে। পরবর্তী সময়ে নির্বাচিত আওয়ামী সরকার উচ্চ কালাকানুনকে আরও কঠোর করে ১০টি জেলা কমিটি ও অফিসের পরিবর্তে ২১টি জেলা কমিটি ও অফিস, ৫০টি উপজেলা বা মেট্রোপলিটন থানা কমিটি ও অফিসের পরিবর্তে ১০০টি উপজেলা মেট্রোপলিটন থানা কমিটি অফিস এবং প্রত্যেকটি উপজেলা বা মেট্রোপলিটন থানা কমিটিতে কমপক্ষে ২০০ ভোটার সদস্য অর্থাৎ সারাদেশে কমপক্ষে ২০ হাজার ভোটার সদস্যের বাধ্যবাধকতা সৃষ্ট করে, যা পরিচালনায় মাসিক ব্যয় দাঁড়ায় কমপক্ষে ২৫ লাখ টাকা। কাজেই নতুন দলগুলোর পক্ষে এসব শর্ত পূরণ করে দলের নিবন্ধন নেওয়া প্রায় অসম্ভব।
অন্যদিকে সরকারের তাবেদার ও অথর্ব নির্বাচন কমিশন ওই আইনকে আরও কঠোরতর করার জন্য প্রতিনিয়ত অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান সেকেন্দার আলী মনি, জোটের শীর্ষ নেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, শেখ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এমএইচএন/এসএম