একাদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সিরাজগঞ্জ-৬ আসনের ভোট উপলক্ষে নির্বাচন পূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাচনী তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৮ অক্টোবর) ইসির উপসচিব আফরোজা শিউলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কমিটির কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সিরাজগঞ্জ-৬ আসনের আওতায় শাহজাদপুর উপজেলা রয়েছে। এ উপজেলায় বিচার বিভাগীয় দুইজনকে তদন্ত কমিটির দায়িত্ব দিয়েছে ইসি। সিরাজগঞ্জ জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ বিল্লাল হোসাইন এবং সহকারী জজ কিশোর দত্তকে শাহজাদপুরের তদন্ত কমিটির দায়িত্ব দিয়েছে ইসি।

ফৌজদারি অপরাধে দণ্ডিত কাজী শহিদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচন হবে আগামী ১১ এপ্রিল। এ আসনের উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। উপনির্বাচন উপলক্ষে লক্ষ্মীপুর-২ আসনে মনোনয়নপত্র জমার শেষ সময় ১৮ মার্চ, বাছাই ১৯ মার্চ এবং প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ।

এর আগে, আগামী ২ নভেম্বর সিরাজগঞ্জ-৬ আসনের উপ-নির্বাচনের তফসিল দেয় ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১০ অক্টোবর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১১ অক্টোবর, আপিল ১২-১৪ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর ও প্রতীক বরাদ্দ হয়েছে ১৮ অক্টোবর।

গত ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য মো. হাসিবুর রহমান স্বপন মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়ে যায়। সংবিধান অনুযায়ী, আগামী ৩০ নভেম্বরের মধ্যে এ আসনে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। এ আসন থেকে হাসিবুর রহমান দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতিও ছিলেন।

এসআর/এসএম