আগামী বছর বাংলাদেশ ও থাইল্যান্ডের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী। এই উপলক্ষে সামনের দিনগুলোতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আরও বেশি নজর দিতে চায় উভয়পক্ষ।

সোমবার (১৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নবনিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদী সুমিতমোর। এ সময় উভয়পক্ষ দেশ দুইটির সম্পর্ক উন্নয়নে একমত পোষণ করেন।

থাইল্যান্ড দূতাবাস জানায়, সচিব ও রাষ্ট্রদূতের বৈঠকে উভয়পক্ষ সব স্তরে চমৎকার এবং ঘনিষ্ঠ সম্পর্কের জন্য সন্তোষ প্রকাশ করেছেন। উভয় দেশ সম্পর্ককে আরও বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছে।

বৈঠকে উভয়পক্ষের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি), বাণিজ্য ও বিনিয়োগ, ত্রিপক্ষীয় মহাসড়ক প্রকল্পে সহযোগিতা ও সংযোগ নিয়ে আলোচনা হয়। এছাড়া রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার পাশাপাশি আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের আবেদন নিয়ে আলোচনা হয়।

এনআই/এমএইচএস