পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাপানের টোকিও বাংলাদেশ দূতাবাসে দরুদে সোয়াব ও দোয়ার আয়োজন করা হয়। মঙ্গলবার (১৯ অক্টোবর) দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। আলোচনা পর্বে জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বলেন, আমরা মহান আল্লাহর প্রতি হাজারো শুকরিয়া জানাই আমাদের তার হাবিবের উম্মত হিসেবে পৃথিবীতে পাঠানোর জন্য।

রাষ্ট্রদূত বলেন, মহান আল্লাহ শান্তির বাণী দিয়ে যুগে যুগে অনেক নবী রাসুলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তারা সবাই শান্তির ধর্ম ইসলাম প্রচার ও মানবতা প্রতিষ্ঠা করতে আল্লাহর পথে আজীবন অটল ছিলেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন তাদের মধ্যে শ্রেষ্ঠতম এবং ‘সিরাজুম মূনিরা’ বা আলোকোজ্জ্বল প্রদীপ যিনি অন্ধকারে নিমজ্জিত আরব সমাজকে আলোর পথে নিয়ে আসেন। তিনি ছিলেন ‘আল-আমিন’ বা বিশ্বাসী, তিনি এতটাই বিশ্বস্ত ছিলেন যে অন্য ধর্মের অনুসারীরাও তার কাছে তাদের মালামাল জমা রাখত।

অনুষ্ঠানে পরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া এবং মোনাজাত করা হয়। মোনাজাতে নবী ও তার পরিবারসহ, সব নবী-রাসূল এবং সমগ্র বিশ্বের মুসলমান যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া করা হয়। এছাড়া বাংলাদেশের উন্নয়ন এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদের মাগফেরাতের জন্য দোয়া করা হয়। বিশ্ব শান্তি কামনা এবং করোনা মহামারি থেকে বাংলাদেশসহ বিশ্বের সব মানুষকে রক্ষার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।

এনআই/এসএসএইচ