বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ১২ রবিউল আউয়াল উপলক্ষে সমাবেশ করেছে ‘ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট বাংলাদেশ’ ও ‘ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুল্যুশন’।

মঙ্গলবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, আল্লাহর সর্বোচ্চ রহমত রূপে পাঠানো সমগ্র মানবমন্ডলীর জন্য সভ্যের আলো ও মুক্তির উৎস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)। তার শুভাগমন ঈদে আজম আল্লাহতাআলাকে পাওয়ার পরম শোকরিয়া।

হযরত মুহাম্মদ (সা.) সব সৃষ্টির জন্য স্রষ্টার আলো ও বন্ধন এবং সর্বোচ্চ অনুগ্রহ; স্রষ্টার পক্ষ থেকে মহান রাসুলই সময় মানবমন্ডলীর জন্য সব জ্ঞান-বিজ্ঞান, গুন, সব কল্যাণের উৎস। সত্য ও মানবতার মহান রাসুলের দিশা ব্যতীত স্রষ্টার বন্ধন যেমন হয় না; তেমনি মহান রাসুলের দিশা ব্যতীত মানবিক অস্তিত্ব, মানবজীবন, জীবনের রাষ্ট্র ও জীবনের দুনিয়াও হয় না। মহান রাসুলের দিশা ব্যতীত জীবন ও জগত মিথ্যা, অবিচার, শোষন, সন্ত্রাস, দস্যুতা, স্বৈরতার শিকারে রুদ্ধ ও ধ্বংস হয়ে যায়।

তারা বলেন, সব মানুষকে নিজের জীবনের সুরক্ষা, স্বাধীনতা, মর্যাদা ও কল্যাণের স্বার্থে অবশ্যই প্রিয় রাসুল কেন্দ্রীক হতে হবে। রাসুলের দেওয়া মানবতার রাষ্ট্র ও মুক্ত জীবনের অখণ্ড দুনিয়া খেলাফতে ইনসানিয়াত ছাড়া বিধ্বংস ও মৃত মানবতাকে বাঁচানোর কোনো উপায় নেই। প্রিয়নবী দেওয়া ঈমানী জীবন এবং মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার জন্য আমরা সত্য মানবতার উৎস ঈদে আজম উদযাপন করার আহ্বান জানাচ্ছি।

সমাবেশে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবার, প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত, দপ্তর সম্পাদক অধ্যাপক মাহমুদ হাসান সানিসহ শতাধিক সদস্য।

এমএইচএন/এসএম