রাজধানীতে নারী মাদক কারবারিসহ গ্রেফতার ৩
রাজধানীর শাহ আলী থানা এলাকা থেকে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেফতারদের মধ্যে একজন নারী মাদক কারবারিও রয়েছেন। তারা হলেন- সানজিদা আক্তার ওরফে তুন্তী, মো. রাজু মোল্লা ওরফে সুজন ও মনি ইসলাম।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে শাহ আলী থানার বি ব্লকের ১নং রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১১শ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীতে বিক্রি করত।
তিনি জানান, গ্রেফতারদের বিরুদ্ধে শাহ আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেফতারদের আদালতে রিমান্ড আবেদন করে পাঠানো হয়েছে।
এমএসি/ওএফ