পুনর্বাসন চায় ফুলবাড়িয়া রেলওয়ে কলোনির বস্তিবাসীরা
পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবি জানিয়েছেন রাজধানীর ফুলবাড়িয়া রেলওয়ে কলোনির বস্তিবাসীরা। মঙ্গলবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বস্তিবাসীদের এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
গোলাম মোস্তফা নামের এক বস্তিবাসী বলেন, গতকাল রেলওয়ের কর্মকর্তারা মাইকিং করে গেছেন যে, এই জায়গাটি আমাদের ছেড়ে দিতে হবে। আগামী ২৪ তারিখের মধ্যে এই জায়গাটি না ছেড়ে দিলে ২৫ তারিখ তারা অভিযানে আসবে। পুলিশ নিয়ে আমাদের পিটিয়ে তুলে দেবে। এখানে যারা থাকেন তাদের বেশিরভাগই বিভিন্ন মার্কেটে কাগজের টোকাই। আর নারীরা বিভিন্ন বাসায় কাজ করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, এখানে যারা থাকেন তাদের কারোরই অন্য কোথাও গিয়ে বাসা ভাড়া নিয়ে থাকার সামর্থ্য নেই। আমরা এখানে ২৫/৩০ বছর যাবত আছি। এখন হঠাৎ করে আমরা কোথায় যাব। আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে এরকম অভিযানে যাওয়া ঠিক হচ্ছে না।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিতে পেরেছেন। অথচ আমরা এই দেশের নাগরিক এবং ভোটার হয়েও থাকার জায়গা পাচ্ছি না। তাহলে এ দেশ থেকে আমরা আর কী পেলাম।
বিজ্ঞাপন
মানববন্ধনে অর্ধশতাধিক বস্তিবাসী উপস্থিত ছিলেন।
এমএইচএন/ওএফ