চাকরিচ্যুত আউটসোর্সিং কর্মীদের বকেয়া বেতনের দাবি
মুগদা ৫০০ শয্যা হাসপাতালের ঠিকাদারি প্রতিষ্ঠান চিত্রা এন্টারপ্রাইজ এবং অনলাইন ট্রেডার্স কর্তৃক নিয়োগ পাওয়া চাকরিচ্যুত আউটসোর্সিং কর্মীদের বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছে চাকরিচ্যুত আউটসোর্সিং কর্মীরা।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তারা বলেন, চিত্রা এন্টারপ্রাইজ ও মেসার্স অনলাইন ট্রেডার্সের মাধ্যমে নিয়োগ হওয়ার পর প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া আমাদের বেতন না দিয়ে গড়িমসি করে আসছে। আমরা ১৫ মাস যাবত আমাদের বেতন পাই না। আমরা ১৩৯ কর্মী না খেয়ে দিন পার করছি। ভাড়া না দিতে পেরে অনেক বাড়ির মালিক ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে। করোনাকালে যখন কেউ করোনা রোগীদের কাছে যেতে সাহস পেত না তখন আমরা এই ১৩৯ কর্মী মুগদা মেডিকেলে রোগীদের সেবা করেছি। মাসের পর মাস হোস্টেলে থেকে আমরা রোগীর সেবা করেছি। অথচ এত কষ্ট করে ডিউটি করার পরও আমরা ১৫ মাস ধরে বেতন পাই না।
বিজ্ঞাপন
তারা বলেন, আমাদের ১৩৯ জনের ১৫ মাসের বেতন ৩ কোটির বেশি যা আত্মসাৎ করেছে গোলাম কিবরিয়া খান রাজা। তিনি সেখানে দুর্নীতীর আখড়ায় পরিণত করেছে। আমাদের বেতন না দিয়েই আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। হাসপাতালটির স্টাফসহ অনেকেই এই রাজা গং ও তার প্রতিষ্ঠান চিত্রা এন্টারপ্রাইজ এবং মেসার্স অনলাইন ট্রেডার্সের বিরুদ্ধে বহু অভিযোগ প্রদান করেছে। কিন্তু রহস্যজনক কারণে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। আমরা যেন আমাদের বকেয়া বেতনসহ চাকরি ফিরে পাই সেজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি দাবি জানিয়ে হস্তক্ষেপ কামনা করছি।
এএসএস/এনএফ