হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিমা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ বন্ধের প্রতিবাদ জানিয়ে দেশব্যাপী শান্তির বার্তা নিয়ে আক্রান্ত এলাকা পদযাত্রা করবে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রীতি পরিষদ।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানবন্ধবনে সংগঠনটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। আমরা সম্প্রীতি চাই, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি হোক তা চাই না।

তারা বলেন, সম্প্রতি হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিমা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছে সে বিষয়ে আমরা ধিক্কার জানাই। সেই সঙ্গে এমন অপকর্মে যারা জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাই।

বক্তারা আরও বলেন, আবহমান কাল থেকেই বাঙালিরা সব সংকীর্ণতা ও ধর্মান্ধতার ঊর্ধ্বে উঠে ভেদাভেদ ভুলে গিয়ে সর্বস্তরের জনগণ উৎসবে অংশগ্রহণ করে থাকে। বাংলাদেশে বিদ্যমান বিভিন্ন ধর্মাবলম্বী ও সম্প্রদায়ের মধ্যে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাঙালি। তাই আসুন নিজেদের পাশাপাশি সবার মধ্যে আমরা আরও সচেতনতা গড়ে তুলি।

মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রীতি পরিষদের আহ্বায়ক বঙ্গদীপ এম এ ভাসানীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, মঙ্গল পার্টির চেয়ারম্যান জগদীশ বড়ুয়া পার্থসহ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রীতি পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এএসএস/এমএইচএস