রোহিঙ্গা ক্যাম্পে হামলার ঘটনায় মার্কিন রাষ্ট্রদূতের নিন্দা
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। শরণার্থী ক্যাম্পগুলোতে সবাইকে নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
শনিবার (২৩ অক্টোবর) এক টুইট বার্তায় উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হামলার ঘটনায় এ নিন্দা জানান রাষ্ট্রদূত।
বিজ্ঞাপন
মিলার টুইটে লিখেছেন, কক্সবাজার ক্যাম্পে গতকালের সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। শরণার্থী সংকটের শুরু থেকেই বাংলাদেশ এবং রোহিঙ্গা সম্প্রদায়ের সঙ্গে আছে যুক্তরাষ্ট্র। শরণার্থী ক্যাম্পগুলো সবার জন্য নিরাপদ রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শুক্রবার (২২ অক্টোবর) ভোরে ফজরের নামাজের সময় উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে হামলায় ৭ জন নিহত হন। ওই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১১ জন।
বিজ্ঞাপন
এর আগে, রোহিঙ্গা ক্যাম্পে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। সংস্থাটি শরণার্থী ক্যাম্পগুলোতে সরকারকে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছে।
এনআই/জেডএস