মার্চের মধ্যে খাল থেকে বর্জ্য অপসারণ করতে চায় ডিএসসিসি
আগামী ৩১ মার্চের মধ্যে করপোরেশনের আওতাধীন ২টি বক্স কালভার্ট ও ৩টি খাল থেকে বর্জ্য অপসারণের মাধ্যমে পানি প্রবাহ ফিরিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
কার্যক্রমের অংশ হিসেবে জিরানী খাল থেকে এ পর্যন্ত সাড়ে ৩২ হাজার টন বর্জ্য ও মাটি অপসারণ করা হয়েছে। ত্রিমোহনী থেকে দেড় কিলোমিটার অংশে এই বর্জ্য ও মাটি অপসারণ করা হয়েছে। এছাড়া মান্ডা খালের মান্ডা ব্রিজ থেকে কদমতলী অংশের প্রায় ৩০০ মিটার খালের সীমানা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে বর্জ্য অপসারণ কার্যক্রমের ধারাবাহিকতায় পান্থপথ বক্স কালভার্ট থেকে ২৯টি পিট থেকে প্রায় ১ হাজার ১১১ টন এবং সেগুনবাগিচা বক্স কালভার্টের ৪০টি পিট থেকে ৫১৯.৯৭ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর বদরুল আমিন বলেন, আগামী ৩১ মার্চের মধ্যে করপোরেশনের আওতাধীন ২টি বক্স কালভার্ট ও ৩টি খাল থেকে বর্জ্য অপসারণের মাধ্যমে পানি প্রবাহ ফিরিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ঢাকাবাসীকে জলাবদ্ধতার কবল থেকে মুক্তি দিতে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঘোষিত ক্র্যাশ প্রোগ্রামের আওতায় কার্যক্রম প্রতিদিন চলছে।
বিজ্ঞাপন
এদিকে গত ৩১ ডিসেম্বর ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব (খাল ও ড্রেনেজ) আনুষ্ঠানিকভাবে ঢাকা ওয়াসার কাছ থেকে দুই সিটি করপোরেশনকে হস্তান্তর করা হয়েছে। ঢাকা ওয়াসা ও দুই সিটি করপোরেশনের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ফলে এখন থেকে ঢাকার জলাবদ্ধতা নিরসনের পুরো দায়িত্ব পেয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। আগে এ দায়িত্বের সিংহভাগ পালন করত ঢাকা ওয়াসা।
এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা ওয়াসার মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী ওয়াসার দায়িত্বে থাকা খালগুলো বুঝে নেওয়ার জন্য ১০ সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
করপোরেশন সচিব আকরামুজ্জামান জানান, ডিএসসিসির সচিবকে আহ্বায়ক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলকে সদস্য সচিব করে এই ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা, প্রধান নগর পরিকল্পনাবিদ, সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিদ্যুৎ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সিভিল সার্কেল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী যান্ত্রিক সার্কেল, নির্বাহী প্রকৌশলী বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ এবং সংশ্লিষ্ট অঞ্চলের নির্বাহী প্রকৌশলীকে এই কমিটির সদস্য করা হয়েছে।
এএসএস/জেডএস