বাপা’র সভাপতি ক্যাপ্টেন মাহবুব, সম্পাদক নাজমুল
ক্যাপ্টেন মাহবুবুর রহমান ও ক্যাপ্টেন সৈয়দ নাজমুল হাসান
টানা চতুর্থবারের মতো বাংলাদেশ এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন মাহবুবুর রহমান। সাধারণ সম্পাদক হয়েছেন ক্যাপ্টেন সৈয়দ নাজমুল হাসান।
রোববার (২৪ জানুয়ারি) বাপা ইলেকশন কমিশনের চেয়ারম্যান ক্যাপ্টেন তানভির খুরশিদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
কমিটির ভাইস প্রেসিডেন্ট পদে ক্যাপ্টেন রেজওয়ান ইসলাম, যুগ্ম সম্পাদক (প্রশাসন) ফার্স্ট অফিসার সাদাত জামিল, যুগ্ম সম্পাদক (অপারেশন) ক্যাপ্টেন নওশাদ এ কাইয়ুম, কোষাধ্যক্ষ ক্যাপ্টেন মুকাস্সিত হোসেন নির্বাচিত হয়েছেন।
এছাড়াও নির্বাহী সদস্য ৩টি পদে ক্যাপ্টেন আহমেদ ইমরান, ফার্স্ট অফিসার মুনতাসির মাহবুব, ফাস্ট অফিসার মো. সোলাইমান নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞাপন
গত ৭ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত কমিটি পরবর্তী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।
বাপা রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটদের সংগঠন এবং রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশনের (ইফালপা) সক্রিয় সদস্য বাপা। সংগঠনটি ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) সঙ্গে সম্পৃক্ত হয়ে তাদের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছে।
এআর/জেডএস