লালবাগে ছাদ থেকে লাফিয়ে পড়ে নারীর মৃত্যু
রাজধানীর লালবাগ থানার ৮ নম্বর গলির ৩তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে নাসরিন আক্তার টিটিন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ছাদ থেকে লাফিয়ে পড়ে ওই নারী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার কারে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৪টা ১০মিনিটে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
মৃতের স্বামী মো. জাফর ঢাকা পোস্টকে বলেন, আমাদের ১৯ বছর হলো বিয়ে হয়েছে। কিন্তু সন্তান হয় না। এনিয়ে আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। গত ৬ মাস আগে তার করোনা পজিটিভ হয়। এরপর থেকে তার বুকেও কিছুটা সমস্যা দেখা দেয়। সে সবসময় বলত আমার শরীরে শান্তি পাচ্ছি না, আমি আত্মহত্যা করব। বিষয়টি তার ভাইদের জানানো হয়। তারাও তাকে অনেক বুঝিয়েছে। তিন দিন আগে তাকে পিজি হাসপাতালের একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গিয়েছিলাম।
তিনি জানান, আজ দুপুরে আমি তাকে খাবার দিতে বলি সে খাবার আনে। তাকেও খাবার খেতে বলি কিন্তু সে খাবার খায়নি। পরে আমি ঘুমিয়ে পড়ি। আশপাশে চিৎকার শুনে আমি উঠে রাস্তায় গিয়ে দেখি আমার স্ত্রী পড়ে আছে। তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনরাও এসেছে। বিষয়টি লালবাগ থানাকে জানানো হয়েছে।
এসএএ/এসকেডি