মাসজুড়েই থাকবে কুয়াশা আর শীতের দাপট
কুয়াশার সংগৃহীত ছবি
অনেকাংশেই মেঘ কেটেছে। কিন্তু শীত আর কুয়াশা কিছুতেই কাটছে না। রাত আর দিনের তাপমাত্রার কোনো উন্নতি নেই। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা আর শীতে কাহিল হচ্ছে মানুষ। উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন স্থানে দুপুর পর্যন্ত থাকবে কুয়াশা। কুয়াশায় বিঘ্ন ঘটছে সড়ক, আকাশ ও নৌপথে যান চলাচল।
এ পরিস্থিতি থেকে সোমবারও (২৫ জানুয়ারি) রেহাই মিলছে না। দিনের ২৪ ঘণ্টাই থাকবে শীত ও কুয়াশা। আজ সোমবার সারাদেশের আবহাওয়া পরিস্থিতি জানাতে গিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক ঢাকা পোস্টকে বলেন, দিনের তাপমাত্রা ১৫ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। এতে বোঝা যাচ্ছে দেশের প্রায় সব অঞ্চলেই শীত আর কুয়াশার দাপট ছিল।
বিজ্ঞাপন
চলতি মাস জুড়েই কুয়াশা আর শীতের এমন অবস্থা থাকবে উল্লেখ করে এ আবহাওয়াবিদ বলেন, মাঝে মাঝে তাপমাত্রা সামান্য বাড়লেও অধিকাংশ সময় কমতির দিকেই থাকবে। দেশের দুই জায়গায় ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রয়েছে। তেঁতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি ও রাজারহাটে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আর কুয়াশার ঘনত্ব বা ভিজিবিলিটি ঢাকায় এক থেকে দুই কিলোমিটারের মধ্যে রয়েছে। তবে ঢাকার বাইরে কোনো কোনো জায়গায় এই ভিজিবিলিটি আরও কম রয়েছে। আগামীতে আবার শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নের উত্তরে ওমর ফারুক বলেন, চলতি মাসের শেষ দিকে তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর মধ্যরাত থেকে দুপুর পর্ন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে তেমন কোনো পরিবর্তন নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ঢাকায় বাতাসের গতি ও দিকের কিছুটা পরিবর্তন হয়েছে। গত ২৪ ঘণ্টায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের বেগ ঘণ্টায় ৫ থেকে ১০ কি.মি. ছিল। আর সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭৬ শতাংশ। তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭ ডিগ্রিতে।
ঘন কুয়াশায় মধ্যরাত থেকে যান ও বিমান চলাচলে ব্যাঘাত ঘটেছে। কিছু কিছু সময় উত্তরে যান চলাচল বন্ধ রাখতে হয়েছে। নির্দিষ্ট সময়ে ফেরি চলাচল করতে পারছে না। বিমানবন্দরে বিমান নামতেও বেশ সমস্যা হচ্ছে।
একে/এইচকে