মাতুয়াইল স্যানেটারি ল্যান্ডফিলের বর্জ্য থেকে পুনঃপ্রক্রিয়াজাতকরণ উপযোগী বর্জ্য সংগ্রহ ও ব্যবহারে উন্মুক্ত নিলামের মাধ্যমে ইজারা দেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ডিএসসিসি সচিব আকরামুজ্জামান জানান, ইজারার শর্তাবলী নির্ধারণের জন্য আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।  

তিনি জানান, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে আহ্বায়ক ও প্রধান সম্পত্তি কর্মকর্তাকে সদস্য সচিব করে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ২৬ জানুয়ারির মধ্যে ইজারা সংশ্লিষ্ট শর্তাবলি নির্ধারণ করে উপস্থাপন করবে। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কমিটির অন্য সদস্যরা হলেন, অঞ্চল-৫ এর আঞ্চলিক কর্মকর্তা, সম্পত্তি কর্মকর্তা, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলী (পুর), অঞ্চল-৫ এর নির্বাহী প্রকৌশলী (পুর), অঞ্চল-৫ এর স্বাস্থ্য কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলীকে (যান্ত্রিক)।

কমিটিকে ডেলিগেশন অফ ফিন্যান্সিয়াল পাওয়ারের আলোকে আগামী ২৬ জানুয়ারির মধ্যে ইজারার দরপত্র সিডিউল প্রণয়ন এবং এর মূল্য নির্ধারণ করতে হবে ।

এএসএস/এসআরএস