জাল ভিসায় যুক্তরাজ্যে যাওয়ার সময় ভারতীয় নাগরিক ধরা
ভারতীয় নাগরিক আটক
ভুয়া ভিসা নিয়ে যুক্তরাজ্য যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভারতীয় নাগরিক আটক হয়েছেন। বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কাছে তুলে দিয়েছে।
রোববার (২৪ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন ফ্লাইটে যাওয়ার জন্য বিমানবন্দরে এসেছিলেন।
বিজ্ঞাপন
বিমানবন্দর এপিবিএনের ডিউটি অফিসার (নাম প্রকাশে অনিচ্ছুক) ঢাকা পোস্টকে জানান, আটক যাত্রীর নাম শাক্ত হিভেল। তার বাড়ি ভারতের তামিল নাডুর পাল্লাভারামে। তিনি গত ২০ জানুয়ারি বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান, বেনাপোল সীমান্ত থেকে সড়কপথে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। এখানে আসার আগে চেন্নাইয়ে একজন ট্রাভেল এজেন্টের মাধ্যমে তিনি যুক্তরাজ্যের ভিসা নেন। ওই এজেন্টের নাম ডেভিড।
বিজ্ঞাপন
এপিবিএন জানায়, আসামির বিরুদ্ধে নিয়মিত ধারায় মামলা করে তাকে বিমানবন্দর থানার কাছে হস্তান্তর করা হবে।
এআর/এইচকে