দ্বিতীয় ডোজের টিকা নিতে ভিড় নেই পল্লবীতে
করোনার টিকার ক্যাম্পাইনের দ্বিতীয় ডোজ নিতে রাজধানীর বর্ধিত পল্লবীর কেন্দ্রে ভিড় দেখা যায়নি। সকালে কিছুটা চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে থাকে বলে জানিয়েছে বুথের দায়িত্বপ্রাপ্তরা।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে বর্ধিত পল্লবীর নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্য কেন্দ্র-২ এ এমন চিত্র দেখা গেছে।
বিজ্ঞাপন
টিকা নিতে আসা পল্লবীর বাসিন্দা ষাটোর্ধ্ব শাহবুদ্দিন ঢাকা পোস্টকে বলেন, এ কেন্দ্রের সিস্টেম অন্যান্য কেন্দ্রের চেয়ে আলাদা। যে কারণে দীর্ঘ লাইন বা বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। আমি নিজেই দেখলাম টিকা নিতে আসা বয়স্কদের গুরুত্ব দেওয়া হচ্ছে।
সাকিব নামের এক যুবক বলেন, পল্লবী কেন্দ্রে আগের থেকে সক্ষমতা বাড়িয়েছে কর্তৃপক্ষ। শুরুর দিকে এ কেন্দ্রে প্রতিদিনই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতো। কিন্তু এখন আর সেটা নেই। আমি মনে করেছিলাম আজ অনেক ভিড় হবে, কিন্তু বাস্তবে দেখলাম এখানকার পরিস্থিতি খুবই স্বাভাবিক। সক্ষমতা বাড়ায় সাধারণ জনগণের দুর্ভোগ কিছুটা কমেছে।
বিজ্ঞাপন
টিকা নিতে আসা রফিকুল হামিদ নামের আরেকজন বলেন, দ্বিতীয় ডোজ নিতে এসে আজ খুব তাড়াতাড়ি টিকা পেয়েছি। প্রথম ডোজ নিতে একটু দুর্ভোগ পোহাতে হয়েছে। সেই তুলনায় আজ ভোগান্তি ছাড়াই দ্রুত সময়ের মধ্যে টিকা পেয়েছি।
বর্ধিত পল্লবীর নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্য কেন্দ্র-২ এ দায়িত্বরত কর্মকর্তা রুহুল আলামিন জানান, শুরু থেকেই আমরা ভোগান্তি ছাড়া মানুষকে টিকা দেওয়ার সাধ্যমতো চেষ্টা করেছি। একদম শুরুর দিকে টিকা নিতে আসা মানুষগুলো নিয়ম মানতে চাইত না। কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই। এখন আর কাউকে নিয়ম মেনে লাইনে দাঁড়িয়ে টিকা নেওয়ার বিষয়টি বলতে হচ্ছে না।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দ্বিতীয় দফায় টিকা ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হয়েছে সকালে। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, প্রথম ডোজের ক্ষেত্রে দুই দিনে এ লক্ষ্যমাত্রা পূরণ করলেও দ্বিতীয় ডোজে একই দিনে ৮০ লাখ লোককে টিকা দিতে চায় কর্তৃপক্ষ।
এসআর/জেডএস