সাধারণ ছুটি ছাড়াই হবে সুজানগর পৌর নির্বাচন
পাবনার সুজানগর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি। ভোটের দিন সাধারণ ছুটির প্রয়োজন হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৫ জানুয়ারি) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
ইসির উপসচিব মো. আতিয়ার বলেন, সাধারণ ছুটি ছাড়াই তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে পাবনার সুজানগরে ভোট হবে। তবে নির্বাচনী এলাকার যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনা ভোটকেন্দ্র বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারিত হয়েছে, সেগুলো বন্ধ থাকবে। সুজানগর নির্বাচনী এলাকার স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানে কর্মরত ভোটারদের ভোট দেওয়ার সুযোগের ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।
বিজ্ঞাপন
ইসি সংশ্লিষ্টরা জানিয়েছে, দ্বিতীয় ধাপে সুজানগর পৌরসভায় গত ১৬ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল। তফসিল অনুযায়ী গত ২৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের আগেই সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার সিদ্দিকুর রহমান হাইকোর্টে রিট করেন। গত ১৫ ডিসেম্বর সুজানগর পৌরসভার নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত ঘোষণা করেন হাইকোর্ট।
এরই মধ্যে রাষ্ট্রপক্ষের আইজীবী ওই স্থগিতাদেশের বিরুদ্ধে উচ্চ আদালতের আপিল বেঞ্চে আবেদন করেন। গত ৩ জানুয়ারি শুনানি শেষে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন যথার্থ বিবেচনা করে নির্বাচন স্থগিতাদেশের ওই রিট খারিজ করে দেন।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশন আগের তফসিলের অন্যান্য কার্যক্রম অপরিবর্তিত রেখে আগামী ৩০ জানুয়ারি সুজানগর পৌরসভার ভোটগ্রহণ এবং ১৪ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের নতুন তারিখ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে।
এসআর/এইচকে