রাজধানীতে ইয়াবা, হেরোইনসহ আটক পাঁচ
ইয়াবাসহ পুলিশের হাতে আটকরা
রাজধানীতে ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ পৃথক দুই ঘটনায় পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (২৪ জানুয়ারি) যাত্রাবাড়ীর পুনম সিনেমা হলের বিপরীতে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে একটি কাভার্ডভ্যান থেকে ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (লালবাগ) বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। এ সময় কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
বিজ্ঞাপন
আটকরা হলেন, মো. হাবিব উল্লা (৪২), বেলাল হোসেন (৩৪), মো. ফারুক (২০) ও মো. হোসেন (৩২)।
সোমবার (২৫ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে লালবাগ গোয়েন্দা (ডিবি) বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) মধুসুদন দাস বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ীর পুনম সিনেমা হলের বিপরীত পাশে চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কের ওপর থেকে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৫-৪৯৫৫) জব্দ করা হয়। কাভার্ডভ্যানে লুকানো অবস্থায় পলিব্যাগের ভেতর থেকে ৩৫ হাজার পিস হালকা গোলাপী রঙয়ের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বিজ্ঞাপন
তিনি বলেন, আটকরা সহযোগী পলাতক মো. জসীম মেম্বারের (৩৮) মাধ্যমে জব্দ ইয়াবা সংগ্রহ করে কাভার্ডভ্যানে করে ক্রয়-বিক্রয়ের জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল। এসব ইয়াবা কক্সবাজার থেকে ঢাকায় আনা হয়েছিল।
আটকদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানানি এই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, পলাতক মো. জসীমকে আমরা খুঁজছি। তাকে আটক করা গেলে এই চক্রের বিষয়ে বিস্তারিত আরও তথ্য জানা যাবে।
এদিকে রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে ৭০০ গ্রাম হেরোইনসহ মো. বাবু (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
র্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীনা রাণী দাস জানান, উত্তর মুগদা বিশ্ব রোড এলাকায় যমুনা ব্যাংক এটিএম বুথের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। র্যাব-৩ এর আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে বাবু নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িতের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
জেইউ/এমএসি/এসআরএস