বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টারের (ব্যান্সডক) নতুন মহাপরিচালক হয়েছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক মীর জহুরুল ইসলাম।

সম্প্রতি তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  

অন্যদিকে, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক নিয়োগ পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাসির উদ্দিন।

আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মোয়াজ্জেম হোসেনকে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া ‘মাতারবাড়ি পোর্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট’র প্রজেক্ট কো-অর্ডিনেটিং ডিরেক্টর হিসেবে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলী এবং আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রক হয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান।

এসএইচআর/জেডএস