করোনায় মৃত এক ব্যক্তির দাফন/ ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৪১ জনে।

এ সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬০২ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩২ হাজার ৪০১ জনে।

সোমবার (২৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন ৫৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৭৬ হাজার ৯৭৯ জন।

গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮১০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৮২৯টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫ লাখ ৭০ হাজার ৩৮৭টি।

সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ লাখ ৯৬ হাজার ৫৩১টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় করা হয়েছে সাত লাখ ৭৩ হাজার ৮৫৬টি।

মারা যাওয়াদের মধ্যে ১৫ জন পুরুষ এবং চার জন নারী। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। এর মধ‌্যে ঢাকার সাত জন, চট্টগ্রামের আট, রাজশাহীর দুই ও ময়মনসিংহের এক জন রয়েছেন।  

মারা যাওয়াদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের বেশি ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের দুই, ৪১ থেকে ৫০ বছরের তিন এবং ৩১ থেকে ৪০ বছরের এক জন রয়েছেন।

রোববারের পরিস্থিতি

রোববার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৭৩ জন। গতকাল ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন ৫১৪ জন।

টিকা পরিস্থিতি

এদিকে, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভারত থেকে উপহারের ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশে এসেছে। সোমবার (২৫ জানুয়ারি) এসেছে চুক্তির ৫০ লাখ ডোজ টিকা।

ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা বহনকারী এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইট বেলা ১০টা ৫৬ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

উপহারের ২০ লাখ ডোজ টিকার পর এবার চুক্তির ৫০ লাখ ডোজ টিকা ভারত থেকে ঢাকায় এসে পৌঁছেছে। ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এ টিকা বহনকারী এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইট সোমবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা ৫৬ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

গত ২১ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১টা ২০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় উপহার হিসেবে ভারত সরকারের পাঠানো ২০ লাখ ডোজ টিকা। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকা এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে করে আসে। সেসময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক টুইটে বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দেয় ভারত, ‘ভ্যাকসিনমৈত্রী’ তারই নজির।

দেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি প্রতিনিধিদের জন্য আলাদা ১০ লাখ ডোজ টিকা আসবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন।

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে দেশে প্রথম করোনার টিকা প্রয়োগ শুরু হবে আগামী ২৭ জানুয়ারি (বুধবার)। একজন নার্সকে দিয়ে এদিন টিকা কার্যক্রম শুরু হলেও পরদিন ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার) রাজধানী ঢাকার ৫টি হাসপাতালে টিকা দেওয়া হবে। রোববার (২৪ জানুয়ারি) টিকা নিয়ে সংসদীয় কমিটির বৈঠক শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম এ তথ্য জানান।

এফআর