আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কোথাও কোথাও আকাশ মেঘলা দেখা যেতে পারে। তবে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। শনিবার রাতে আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ এসব তথ্য জানান।

তিনি বলেন, আগামী কয়েকদিন আবহাওয়ার খুব বেশি তারতম্য দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। কোথাও বৃষ্টিপাতের আভাস নেই।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সন্দ্বীপে ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আগামী দুদিনের আবহাওয়ায় সামান্য পরিবর্তন আসতে পারে। আগামী পাঁচ দিনের আবহাওয়ায় বলা হয়েছে, তাপমাত্রা কিছুটা কমতে পারে। 

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে শ্রীলঙ্কার অদূরে তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

একে/আরএইচ