গ্রীষ্মের ছুটি প্রায় শেষ, সবুজ পাতারা হলুদ হতে শুরু করেছে। হালকা বাতাস শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে। আকাশে মেঘ আর রোদের লুকোচুরি খেলার মধ্যে নারায়ণগঞ্জের জিন্দা পার্কে হয়ে গেল ‘ছবিয়াল মিলন মেলা-২০২১’। প্রথমবারের মত দেশের প্রবীণ-নবীন, পেশাদার ও সৌখিন ফটোগ্রাফারদের সমন্বয়ে ফটোগ্রাফির উৎকর্ষ সাধনের জন্যই এ মেলার আয়োজন করা হয়।

শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় নারায়ণগঞ্জের জিন্দা পার্কে কেক কাটার মধ্যদিয়ে দিনব্যাপী এ মিলন মেলা শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় কয়েকশ ফটোগ্রাফার নাম রেজিস্ট্রেশন করে এ মিলন মেলায় অংশ নেন। 

দিনব্যাপী ভিন্ন ভিন্ন আয়োজনের পাশাপাশি র‌্যাফেল ড্র ও খেলাধুলার আয়োজন ছিল। ছবি নিয়ে গল্প, অভিজ্ঞ ছবিয়ালদের নানা অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে মিলনমেলার আনন্দে অন্যরকম মাত্রা যোগ হয়। 

ছবিয়াল মিলন মেলায় দেশের বরেণ্য ছবিয়াল ও ফটো সাংবাদিকদের উপস্থিতি ভিন্নমাত্রা যোগ হয়। ম্যাপ ফটো এজেন্সির হাসান চন্দন, চট্টগ্রাম ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাতা মহাসচিব মওদুদুল আলম, বরেণ্য ফটোগ্রাফার প্রিজমার পরিচালক রফিকুল ইসলাম, সিনিয়র ফটোগ্রাফার লতিফ হোসেন, প্রথম আলোর কন্টেন্ট ক্রিয়েটর ও ফটো জার্নালিস্ট সুদীপ্ত সালাম, ফটোগ্রাফি অ্যাট ড্রিম আর্ট প্রোডাকশনের পরিচালক অভিজিৎ বিশ্বাসসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। তারা ফটোগ্রাফি এবং তাদের জীবনের বিভিন্ন দিক মেলায় অংশগ্রহণকারীদের কাছে তুলে ধরেন।

পরে মেলায় আয়োজিত ছবি প্রদর্শণীর বিচার প্রক্রিয়ার মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের নাম ঘোষণা করা হয়।  পুরস্কৃত ছবিয়ালরা ক্রেস্ট সহ ২ রাত ৩ দিন সুন্দরবন ট্যুরের সুযোগ। 

ছবিয়াল মিলন মেলার আয়োজক বিশিষ্ট ফটোগ্রাফার তৌহিদ পারভেজ বিপ্লব ও শরীফ উদ্দিন (অপূর্ব) বলেন, নবীন-প্রবীণ ফটোগ্রাফারদের উপস্থিতিতে দেশে প্রথমবারের মত ছবিয়াল মিলনমেলা খুবই সফলভাবে শেষ হয়েছে। যা নবীন ফটোগ্রাফারদের উৎকর্ষতা সাধনে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।

এসএম