মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম

কোনো গ্রাহকের সঙ্গে প্রতারণা করলে অভিযুক্ত ট্যুর অপারেটরের মালিককে ছয় মাসের জেল, অনধিক দুই লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) আইন ২০২০’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৫ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ খসড়ার অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকে সভাপতিত্ব করেন। সচিবালয় থেকে অন্যান্য মন্ত্রীরা অনলাইনের মাধ্যমে যুক্ত হন।

সভা শেষে নিয়মিত ব্রিফিংয়ে আইন অনুমোদনের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘ট্যুর অপরাটেরদের সেবা আরও কীভাবে বাড়ানো যায় সেজন্য আইনটি মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে ট্যুর করতে যাওয়া ব্যক্তিরা যদি কোনো কারণে সংক্ষুব্ধ হন তবে তিনি অভিযোগ দায়ের করতে পারবেন। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ট্যুর অপারেটরের লাইন্সেল বাতিল, ছয় মাসের জেল কিংবা অনধিক দুই লাখ টাকা জরিমানা করা যাবে।’

মন্ত্রিসভার বৈঠকে বয়লার আইন-২০২০-এর খসড়া, বাংলা ও ইংরেজি ভাষায় প্রণীত ‘জাহাজ নির্মাণ শিল্প উন্নয়ন নীতিমালা’র খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়।

এছাড়া ‘সরকারি কপোরেশন (ব্যবস্থাপনা সমন্বয়) আইন’ প্রণয়নের আবশ্যকতা নিরূপণের বিষয়ে গত ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারিতে মন্ত্রিসভা থেকে গঠিত কমিটি পুনর্গঠনে প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত সরকারি কর্মচারীদের অবসর সুবিধাদি বৃদ্ধি, পেনশন ব্যবস্থার সংক্রান্ত অটোমেশন কার্যক্রম সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করে অর্থ মন্ত্রণালয়।

এনএম/এফআর