বুড়িগঙ্গায় নৌকা ডুবি : আরও এক শিশুর মরদেহ উদ্ধার
বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় আরও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ দুপুর ৩টা ৯ মিনিটে শফিকুল (৭) নামে ওই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মোট তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১ নভেম্বর) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, নৌকা ডুবির ঘটনায় দুপুরে শফিকুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন শীতল নামে আরও একজন। তার সন্ধানে ডুবুরি দলের অভিযান অব্যাহত আছে।
সদরঘাট নদী ফায়ার স্টেশনের স্টেশন ম্যানেজার মালেক মোল্লাহ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করি। নৌকার ১১ যাত্রীর মধ্যে পাঁচ জন সাঁতরে এবং দুই জনকে স্থানীয়রা উদ্ধার করে। এখন পর্যন্ত শীতল নামে এক নারী নিখোঁজ রয়েছে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস জানায়, সকাল ৯টা ১৫ মিনিটে হুজুর ঘাটে নৌকাডুবির খবর আসে। পরে ঘটনাস্থলে গিয়ে ডুবুরি টিম শিশুসহ দুই জনের মরদেহ উদ্ধার করে। তারা হলেন, রেখা (২৯) ও সানজিদা (৮)।
পুলিশ বলছে, মারা যাওয়া ও নিখোঁজ সবাই একই পরিবারের সদস্য। তারা কেরানীগঞ্জের খোলামোড়া এলাকার বাসিন্দা।
এদিকে দুর্ঘটনায় মালবাহী নৌযান ও ৬ জনকে আটক করেছে পুলিশ। কেরানীগঞ্জের বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরির্দশক আব্দুস সোবহান এ তথ্য নিশ্চিত করেছেন।
এমএসি/এমএইচএস