ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের প্রতিনিধিরা। 

সোমবার (১ নভেম্বর) বাংলাদেশে ইইউর ঢাকা অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।

টুইটে রাষ্ট্রদূত লিখেছেন, সাম্প্রতিক উদ্বেগজনক ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের প্রতিনিধিদের সঙ্গে বিস্তৃত মতবিনিময় হয়েছে।

সম্প্রতি বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের জন্য ঢাকায় আসেন চার্লস হোয়াইটলি। গত ৪ অক্টোবর তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করেন। তিনি রাষ্ট্রদূত রেনজি টিরিংক এর স্থলাভিষিক্ত হন।

এনআই/জেডএস