যুবকরাই সমাজ বিনির্মাণে এগিয়ে আসবে
যুবকরাই সমাজ বিনির্মাণে এগিয়ে আসবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ।
সোমবার (১ নভেম্বর) রাজধানীর পরীবাগে যুব বাঙালির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘যুব সমাজের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
জাতীয় যুব দিবসের এই আলোচনায় আসাদুজ্জামান বলেন, যুবকরাই ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিল। স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছিল। বর্তমান সমাজে যুবকরা এখন আত্মত্যাগের চর্চা করে না।
তিনি বলেন, দেশের উন্নয়নে, দেশের স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বাস্তবায়নে দল মত নির্বিশেষে যুবকদের অংশগ্রহণ দরকার।
বিজ্ঞাপন
ইয়ং বেঙ্গল থেকে শুরু করে বুদ্ধির মুক্তি আন্দোলনের ইতিহাস তুলে ধরে এই কাউন্সিলর বলেন, বর্তমানে যুব সমাজ মাদকে নিমজ্জিত। তারা বিপথগামী হয়ে যাচ্ছেন। যুব সমাজ যেন দেশের জন্য, দেশের মানুষের জন্য অদম্য স্পৃহা নিয়ে এগিয়ে যাবে।
যুব বাঙালির যুগ্ম আহ্বায়ক রায়হান তানভীরের সভাপতিত্বে আলোচনা সভাটি সঞ্চালনা করেন সদস্য সচিব তানসেন।
এতে আরও অংশ নেন যুগ্ম আহ্বায়ক কাজী আবু কাওছার, দফতর সম্পাদক হাসান আসিফ, ইউসুফ সরকার রুজেল, শাজনুশ টিটন প্রমুখ।
এইউএ/এমএইচএস