নকল তার-বয়লার উৎপাদন : ৭ প্রতিষ্ঠানকে ২৩ লাখ জরিমানা
রাজধানীর ওয়ারীতে নকল কারখানায় র্যাবের অভিযান | ছবি- ঢাকা পোস্ট
রাজধানীর ওয়ারীতে অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, নিম্নমানের বয়লার উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালাসহ সাত প্রতিষ্ঠানকে ২২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা এবং একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
র্যাব-১০ এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি জানান, গত ২৪ জানুয়ারি (রোববার) দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, নিম্নমানের বয়লার ও নকল এরালডাইট গ্লু উৎপাদন, মজুত ও বিক্রি করায় সাত প্রতিষ্ঠানকে ২২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি একজনকে ছয় মাসের কারাদণ্ড দেন।
এছাড়া ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ৫২ লাখ টাকা মূল্যের অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ৫৫০ পিস ভালভ ও ১২১ পিস বয়লার জব্দ করা হয়। মালিকপক্ষের কেউ উপস্থিত না থাকায় তিনটি কারখানা সিলগালা করা হয়।
বিজ্ঞাপন
এনায়েত করিম বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, নিম্নমানের বয়লার উৎপাদন, মজুত ও বিক্রি করে আসছিল। যে কারণে আসল ও ব্র্যান্ডের পণ্য মনে করে এসব ভেজাল, মানহীন ও অনুমোদনহীন বৈদ্যুতিক তার-বয়লার কিনে প্রতারিত হচ্ছিলেন। এছাড়া এসব নকল বৈদ্যুতিক তার ব্যবহারে শর্ট সার্কিটসহ বৈদ্যুতিক দুর্ঘটনার সম্ভাবনা বেশি।
জেইউ/এমএআর/