জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যাওয়ায় কারণ দর্শানোর নোটিশ ও বদলি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এক কর্মকর্তা। গত শুক্রবার (৫ নভেম্বর) ছুটির দিনে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে ওই কর্মকর্তা এ শাস্তির মুখে পড়েছেন।

আব্দুস সালাম নামের ওই কর্মকর্তা অধিদফতরের পাবনা জেলার সহকারী পরিচালক। বর্তমানে তাকে বদলি করে চাঁপাইনবাবগঞ্জে পাঠানো হয়েছে। একইসঙ্গে তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আব্দুস সালাম লিখেছেন, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পবিত্র সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পবিত্র আত্মার মাগফিরাত কামনা করতে যাওয়া কী আমার অপরাধ হয়েছে??

এ বিষয়ে জানতে চাইলে আব্দুস সালাম ঢাকা পোস্টকে বলেন, শুক্রবার ডিজি স্যারের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়ার আয়োজন করা হয়। সেখানে আমি পাবনা থেকে যোগদান করি। এর আগে আমাদের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম ছিল আমরা টুঙ্গিপাড়ায় যাবো। কিন্তু অনিবার্য কারণবশত কর্মস্থল ত্যাগের নিষেধাজ্ঞা ও ছুটি বাতিল করা হয়। যখন শুনলাম আমাদের প্রতিষ্ঠানের প্রধান ডিজি স্যার ওখানে উপস্থিত থাকবেন।তখন আমিও ওখানে যাই। বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা ও দোয়ায় অংশগ্রহণ করি। এটা দেখে আমার প্রতি ক্ষুব্ধ, যে আমি কেন জাতির পিতার সমাধিতে গেলাম। এজন্য আমাকে শোকজ ও বদলি করছে।

অধিদফতর থেকে ৭ নভেম্বর আব্দুস সালামের কাছে ব্যাখ্যা তলব করা হয়। উপপরিচালক অপূর্ব অধিকারী সই করা ওই তলবে  বলা  হয়েছে, গত ৩ নভেম্বর ২০২১ তারিখে মহাপরিচালকের নির্দেশনার পরিপ্রেক্ষিতে আপনাকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোন ধরনের ছুটি ভোগ বা কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও নির্দেশনা অমান্য করে আপনি ৫ নভেম্বর কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ সুস্পষ্ট লঙ্ঘন বিধায় সরকারি দায়িত্ব পালনে আপনার চরম অবহেলা, ঔদ্ধত্য ও ধৃষ্টতা স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে।

এমতাবস্থায়, সরকারি দায়িত্ব পালনে আপনার এহেন আচরণ ও কৃতকর্মের জন্য কেন আপনার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হবে না তার ব্যাখ্যা আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলাে।

সোমবার এ বিষয়ে জানতে অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা মোবাইলে ঢাকা পোস্টকে বলেন, ওনি অভিযোগ করছেন, ঠিক আছে। এরপর এই কর্মকর্তা লাইন কেটে দেন।

কিছুক্ষণ পর মহাপরিচালকের দফতর থেকে ফোন করে বলা হয়, ডিজি স্যার ফোনে কথা বলবেন না। অফিসে এসে কথা বলার জন্য বলেছেন।

অধিদফতরের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৫ নভেম্বর অধিদফতরের কর্মকর্তাদের অ্যাসোসিয়েশন থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান ছিল। ওইদিন মুজিববর্ষের সরকারি কর্মসূচির অংশ হিসেবে ডিজি টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদনের তারিখ নির্ধারণ করে। একই সঙ্গে ওদিন নির্ধারিত কর্মকর্তারা ছাড়া অধিদফতরের অন্যান্যদের ওই প্রোগ্রামের না যাওয়ার জন্য নিষেধাজ্ঞা দেন। পাশাপাশি একটি নির্দেশনা জারি করে গত ৩ নভেম্বর।

এতে বলা হয়,পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো ধরনের ছুটি ভোগ বা কর্মস্থল ত্যাগ করতে পরবে না। তারপরও শুক্রবার কয়েকজন কর্মকর্তা উৎসাহিত হয়ে টুঙ্গিপাড়ায় যান। ডিজি বিষয়টি ভালোভাবে নেননি। অফিসের নির্দেশনা না মানায় শোকজ করা হয়েছে।

এসআই/এমএইচএস