কক্সবাজার থেকে ইয়াবা নিজেই কুরিয়ার করেন, ঢাকায় নিজেই রিসিভ করেন
গত শনিবার কক্সবাজার থেকে কুরিয়ারে ৬০ হাজার পিস ইয়াবা পাঠান সুমন পাল। রোববার কক্সবাজার থেকে একটি ফ্লাইটে ঢাকায় এসে কাকরাইল থেকে নিজেই সেই কুরিয়ার রিসিভ করেন।
কুরিয়ার থেকে ইয়াবাসহ বস্তা নিয়ে বের হওয়ার পর সুমনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে ডিএমপির ডিবি লালবাগ বিভাগ। পরে তার বস্তাটি তল্লাশি করে ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় তার সঙ্গে থাকা রুবেল নামে আরেক জনকে আটক করা হয়।
বিজ্ঞাপন
সোমবার (৮ নভেম্বর) গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শামসুল আরেফীন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার বিকেলে কাকরাইল থেকে সন্দেহজনক একটি বস্তাসহ সুমন পাল ও রুবেলকে আটক করা হয়। এ সময় বস্তাটি তল্লাশি করে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে রুবেলের দেওয়া তথ্য মতে ওয়ারি থানার বনগ্রামের ২২নং ‘ডালিয়া নিবাস’-এর একটি ফ্ল্যাট থেকে আরও ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন পাল পুলিশকে জানায়, বস্তায় থাকা ইয়াবা শনিবার কুরিয়ারের মাধ্যমে নিজেই কক্সবাজার থেকে পাঠিয়েছেন। নিজের মোবাইল নাম্বার দিয়ে পার্সেল রিসিভ করে রুবেলের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য রোববার একটি ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় এসেছেন তিনি।
ডিবির এই কর্মকর্তা বলেন, আটকরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় ও দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত। তাদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা রুজু হয়েছে।
এমএসি/এমএইচএস